উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্ত্বরে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিপি/ রাজস্ব উন্নয়ন)'র আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
তার আগে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৫-সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, ল্যাপটব, চেয়ার, ছাতা, ফ্যান ও ব্যাগ বিতরণ করা হয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।