শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজলায় ইজারুল হক (৩৫), অবিচাঁন মিয়া (৩২) ও হারুন মিয়া (৪০) নামের তিন জুয়াড়িকে আটক করেছে রৌমারী থানার পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
পরে আটককৃত ব্যক্তিদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, নওদাপাড়া গ্রামের আলহাজ্ব বক্তার হোসেনের ছেলে অবিচাঁন, একই গ্রামের মৃত-আ: করিমের ছেলে হারুন ও ইনসাদ আলীর ছেলে ইজারুল।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, মাদক ও জুয়া বন্ধের জন্য এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে এবং অভিযান চলবে। আটক ব্যক্তিদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।