বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকাল ৫ টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মুন মুন জাহান লিজা আনোয়ার হোসেন (২৬) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।
জানাগেছে, বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন মাঝেমধ্যে মাদকদ্রব্য কেনার জন্য তার মার কাছে টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকার করলে গালিগালাজ ও মারধর করেন।
এ বিষয়ে শনিবার মনোয়ারা বেগম তার ছেলের বিরুদ্ধে বকশীগঞ্জ ইউএনও'র কাছে অভিযোগ দিলে বিকালে বিনোদরচর এলাকায় ভ্রাম্যমমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মুন মুন জাহান লিজা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।