উল্লাপাড়া প্রতিনিধি: আজ ১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস। আগের দিন মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের মুখে ভীতসন্ত্রস্ত পাকসেনারা উল্লাপাড়ার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে তাদের স্থাপিত অস্ত্রাগার ও পার্শ্ববর্তী আব্দুর রহমানের পাট গুদামে পাকবাহিনীর ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে ভোর রাতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যায়।
খবর পেয়ে মুক্তিকামী শত শত উল্লোসিত নারী পুরুষ জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসেন। এদিন মুক্তিযোদ্ধার একটি দল উল্লাপাড়া রেলষ্টেশনের পশ্চিমে শ্যামপুর গ্রামের রেলসেতুতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করে। যুদ্ধে কয়েকজন পাকযোদ্ধা মারা যায়।
সকালে উল্লাপাড়া থানা চত্বরে প্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম। পরে তার নেতৃত্বে সে সময়ের উল্লাপাড়ার থানা শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।