করোনাকালে সতর্ক থাকতে বললেন এমপি আবুল কালাম আজাদ!

S M Ashraful Azom
0
করোনাকালে সতর্ক থাকতে বললেন এমপি আবুল কালাম আজাদ!


বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ ঠেকাতে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।

ঘর ও ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার, ঘরের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাসহ সতর্কতামূলক কিছু বিষয় নিয়ে বার্তা প্রদান করেন বর্ষিয়ান এই সংসদ সদস্য। 

গতকাল শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে টেলিকনফারেন্সের মাধ্যমে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীকে এ বার্তা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

আবুল কালাম আজাদ এমপি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের সতকর্তার বিকল্প নেই। বিশেষ করে যতদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে না আসবে ততদিন মাস্ক ব্যবহারের উপর আমাদের সকলের জোর দিতে হবে। তাই সাংবাদিকদের মাধ্যমে মাস্ক ব্যবহারের বার্তা পৌছে দেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীকে তিনি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top