মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে আমার মা ফাউন্ডশন।
বুধবার (১৬ ডিসেম্বর ২০২০) সকাল ৯টায় টঙ্গীর খাঁ পাড়া বিদ্যানিকতনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৫জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, মো. আব্দুল মতিন সরকার, মো. আনোয়ার হোসেন, আবুল কালাম ও মো. আনোয়ারুল হক।
মুক্তিযোদ্ধরা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন।
আমার মা ফাউন্ডেশনেন কো-অর্ডিনেটর শাহ্ জাহান পাটোয়ারির সভাপতিত্ব অনুষ্ঠানে বত্তব্য রাখেন, আমার মা ফাউন্ডেশনের চেয়্যারমানের লায়ন জি এম কামরুল হাসান,
টঙ্গী পাইলক স্কুল এন্ড গার্ল কলেজের সাবেক প্রিন্সপাল বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব ইউসুফ আলী খাঁন, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. সিরাজুল সিরাজ, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম, আমার মা ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী বিল্লাল হোসেন,
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন টঙ্গী সরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।