কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ -১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, ‘মনসুর পরিবার কাজিপুরে শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে।
যমুনা শিকস্তি কাজিপুরে ১৭টি কলেজ এবং কয়েকশ শিক্ষা কারিগনি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করায় এলাকায় শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে।’
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান এবং শিক্ষক প্রতনিধি পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব শামিম।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আলতাব হোসেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।