ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সুন্দরগ্রাম পুটিকাটা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। চাঁদা না পেয়ে এই সন্ত্রাসী হামলা করে স্থানীয় দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর’২০২০ইং ২টা ৩০ মিনিটে প্রধান শিক্ষক বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষ করে ব্যক্তিগত মটর সাইকেলে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের ১০০ গজ দক্ষিণে হিরিং রাস্তার উপর পৌছা মাত্রই তার উপর সন্ত্রাসী হামলা হয়।
এলোপাথারি মারপিটে প্রধান শিক্ষক মাটিতে পরে গেলে তার পকেটে থাকা ৩০ হাজার ৫’শ টাকা ও বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। পরে প্রধান শিক্ষকের চিৎকার শুনে মোঃ গোলাম মোস্তাক, আব্দুর রহিম, দেলোয়ার হোসেন, মোস্তফা মিয়া ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করিয়েছে।
রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাজারহাট থানায় ঘটনার সাথে জরিত ১। মোঃ আবুল হোসেন (৪২) ২। মোঃ ফারুক হোসেন (৩৫) ৩। মোঃ রফিকুল ইসলাম পোটল (৩৬) ৪। মোঃ নুর ইসলাম (৪০) ৫। মোঃ শফিকুল ইসলাম চাঁদ (৩৭) ৬। মোঃ মোন্নাফ আলী রেজাউল (২৮) সহ আরো অপরিচিত কয়েকজনকে বিবাদী করে একটি অভিযোগ দাখিল করে ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে প্রধান শিক্ষক। রাজারহাট থানা অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন- আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি।
বিদ্যালয়ের আশপাশ এলাকায় থাকা অভিযোগে উল্লেখিত বিবাদী ব্যক্তিরা আমাকে কয়েকদিন ধরে বিভিন্ন ভাবে হয়রানী করার চেষ্টা করছে। তারা আমার নিকট অন্যায় ভাবে টাকা দাবি করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছিল।
ঘটনার দিন তারা আমাকে বেধম মারপিট করে লাঞ্ছিত করেছে। আমি সর্বমহলের কাছে এর বিচার প্রার্থনা করছি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।