লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাগেছে, উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের ডিগ্রীর চর সকাল বাজারে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাজারে সাইদুর মনোহারী ও হার্ডওয়ার স্টোর থেকে সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্র পাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে আলাল উদ্দিন হার্ডওয়ার সহ দুইটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয় যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। চর গোয়ালীনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।