ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেওয়ানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ সহ সকল সদস্যবৃন্দ। পরে শহীদদে রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভাপতি বলেন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে, যে সকল শহীদদের রক্তের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে,দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
সাধারণ সম্পাদক বলেন- মহান মুক্তিযুদ্ধে সহস্র যুবকের বক্ষের রক্তের বিনিময়ে ছিনিয়ে আনা আজকের মহান বিজয় দিবস। দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিলাম। যেন প্রতি বছর ১৬ ডিসেম্বর দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করতে পারি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।