জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার হিরণ্যবাড়ী থেকে ১১ জানুয়ারি দুপুরে ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী সুরুজ্জামানকে (৩২) আটক করেছে র্যাব-১৪।
সে শিবপুর গ্রামের মৃত শাহের আমিনের ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার হিরণ্যবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রাজার মোড় থেকে সানাকোড় বাজারগামী রাস্তায় হিরণ্যবাড়ী গ্রামের জনৈক মো. হিরার বাড়ির পূর্বপাশে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী সুরুজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে পলিথিনে মুরানো ২ কেজি গাঁজা, একটি মোবাইল সেট ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।