র‌্যাবের দুর্ধর্ষ অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

S M Ashraful Azom
0
র‌্যাবের দুর্ধর্ষ অভিযানে ১ কোটি ১৩ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪


শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন রামদাস মুন্সির হাট এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা মূল্যের ২২ হাজার ৫ শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। চট্টগ্রাম সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ২২৫৯০ পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেফতার ও মাদক পরিবহণে ব্যবহৃত ২ টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৮ জানুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটের সময় র‌্যাবের একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন চট্টগ্রাম-রামদাস মুন্সির হাটস্থ ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা দুইটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামানোর সংকেত দিলে র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ নুরুল মান্নান (৫৬), মোঃ আব্দুল আজিজ (৪২), মোঃ মিজানুর রহমান পারভেজ (৩০) এবং মোঃ সফিকুল ইসলাম (৩৬)। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের নিজ হেফাজতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর সু-কৌশলে লুকানো অবস্থায় ২২ হাজার ৫ শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ- ৩৫-৮৩২৪) এবং (ঢাকা মেট্রো-হ- ৪৭-০৪৪৭) দুইটি জব্দ করা হয়।

র‌্যাব-৭ আরো জানিয়েছেন- গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সাবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ টাকা। 

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৭।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top