বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ৩০০ অসহায়,দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার যুব ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে শনিবার দুপুরে জব্বারগঞ্জ বাজারে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়া প্লাষ্টিক লিমিটেডের পরিচালক সিদ্দিকুর রহমান সিদ্দিক।
কম্বল বিতরণকালে এ সময় অন্যান্যের মধ্যে আইরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রহমান মাস্টার, সমাজসেবক আয়ুব আলী, প্রকৌশলী আবদুল হামিদ , সাবেক চেয়ারম্যান আবদুল হামিদ, জব্বারগঞ্জ বাজার যুব ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম আমরুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসেন, যুবলীগ নেতা আবদুল আলিম তারা, সমাজসেবক এইচএম জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।