স্টাফ রিপোর্টার: করোনাকালিন সময়ে স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বই ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সোনামুখী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বিতরণ কাজের উদ্বোধন করেন।
বই বিতরণের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি একটি করে মাস্ক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ, সহকারি প্রধান শিক্ষক সোহেল রানাসহ শিক্ষকমন্ডলী।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।