প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা নিলেন ইতালি প্রবাসী স্বর্ণা

S M Ashraful Azom
0
প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা নিলেন ইতালি প্রবাসী স্বর্ণা


সেবা ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে প্রাণঘাতি করোনাভাইরাসের টিকা নিয়েছেন ইতালি প্রবাসী স্বর্ণা রহমান (২৭)। গত বৃহস্পতিবার ভেনিসের মনফালকোনের একটি হাসপাতালে এই টিকা নেন তিনি।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মনফালকোনে পরিবারের সঙ্গে বসবাস করেন স্বর্ণা। ২০০৪ সালে তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়া শেষ করে পরিবারের সঙ্গে ইতালিতে যান। 

পরে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি ‘সান পাওলো মনফালকোন’ হাসপাতালে একজন সেবিকা হিসেবে কাজ করছেন।

স্বর্ণার বাবা আজিজুর রহমান ও মা মাহফুজা রহমান দম্পতির প্রথম কন্যা স্বর্ণা রহমান। ঢাকার কেরানীগঞ্জের দোহারে তার গ্রামের বাড়ি।

ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন বিভাগের অনুমতি নিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর থেকে ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু করে ইতালি। প্রথম ধাপে দেশটির মোট ৯ হাজার ৭৫০ জন স্বাস্থ্যকর্মী ও  বয়স্ক মানুষের শরীরে প্রয়োগ করা হয় এই টিকা।

এছাড়া নতুন বছরের প্রথমদিকে আরো প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের শরীরে এই টিকা প্রয়োগের কথা রয়েছে।  এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরের প্রায় ১৫ হাজার মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কোনো বাংলাদেশি স্বেচ্ছাসেবী হিসেবে বৃহস্পতিবার স্বেচ্ছায় টিকা নেন স্বর্ণা।

টিকাগ্রহণ সম্পর্কে প্রতিক্রিয়ায় স্বর্ণা বলেন, প্রথম  বাংলাদেশি হিসেবে ইতালিতে করোনাভাইরাসের টিকা নেয়াটা আমার জন্য খুব গর্বের। আমি সবার কাছে দোয়া চাই।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top