সেবা ডেস্ক: শেরপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৯ হাজার ৬শ’ ৩৬ ভোট পান লিটন।
রোববার অনুষ্ঠিত চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন কোনো অপ্রতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই গণনা শুরু হয়।
নির্বাচনী মাঠ সুশৃংখল রাখতে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য র্যাব’র তিনটি টিম, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
প্রসঙ্গত, শেরপুর পৌরসভায় ৭ জন মেয়র, ৪৯ জন কাউন্সিলর ও ১৮ জন প্রার্থী সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
শেরপুর পৌরসভায় মোট ভোটার ৭৫হাজার ৭শ’ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।