সেবা ডেস্ক: নিজস্ব প্রতিবেদক: সিআইডি বগুড়ার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার, সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল সহ জেলার কর্তারা করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন। সিআইডি বগুড়ার ফোর্সরাও করোনা ভ্যাকসিন গ্রহন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
রবিবার বগুড়ায় জেলা প্রশাসক মো. জিয়াউল হক এর টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হয়। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ নিবন্ধনকৃত ব্যক্তিরা টিকা গ্রহণ করেন।
আনুষ্ঠানিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে সকাল ১১ টায় টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।