বকশীগঞ্জে জুয়ার আসরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

S M Ashraful Azom
0
জামালপুরে জুয়ার আসরে হত্যা ৪জনের যাজ্জীবন


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে মুদি দোকান্দার আক্কাস আলী (৪৫) হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

একই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় বাকি ৫ আসামীকে অব্যাহতি দিয়েছে। ১৫ ফেব্রুয়ারি দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খানের আদালত এ আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, বকশীগঞ্জের উত্তর মাঝপাড় গ্রামের মৃত সালাম মিস্ত্রির ছেলে হানিফ মিস্ত্রি (৪৫), সীমারপাড় গ্রামের বাচ্চু সেখের ছেলে মো. ফরিদ (৩৫), আব্দুল লতিফের ছেলে ফরিদ মিয়া (৪০) ও মৃত হাসেন আলীর ছেলে আহাদ আলী (৩৫)।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৬ সালের ২৯ এপ্রিল রাতে কুটির ঘাট এলাকার হানিফ মিস্ত্রির বাড়ির আঙিনায় জুয়ার আসরে হট্রগোল হয়। ওই রাতেই অন্যান্য জুয়াড়িরা আক্কাস আলীকে হত্যা শেষে ধান ক্ষেতে লাশ ফেলে দেয়। 

এ ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ৯জনকে আসামী করা হয়। ১৪ জনের সাক্ষ্য গ্রহণের পর বিজ্ঞ আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নির্মল কান্তি ভদ্র।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top