জামালপুর প্রতিনিধি: জামালপুরে থিয়েটার অঙ্গনের প্রযোজনায় নাটক একটি তুলশীগাছের কাহিনি মঞ্চায়িত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটির নির্দেশক সাদিয়া তাবাসসুম বৃষ্টি জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পটভূমিতে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি তুলশী গাছের কিহিনি অবলম্বনে নাটকটি মঞ্চায়ন করা হয়।
নাটকটিতে অসা¤প্রদায়িক চেতনাকে ধরন করে বিভিন্ন চরিত্রে রূপ দেয়া হয়েছে। সা¤প্রদায়িক শক্তি যেহেতু সমাজে বিভেদ সৃষ্টি করে, তাই অসা¤প্রদায়িক সমাজই পারে মানুষে মানুষে সাম্য রচনা করতে।
নাটকের সফল মঞ্চায়ন শেষে থিয়েটার অঙ্গনের অধিকারী শাহিন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, সহযোগী অধ্যাপক স্বরূপ কাহালী, থিয়েটার অঙ্গনের মূখ্য সংগঠক ফাহিম মালেক ইভান প্রমুখ।
থিয়েটার অঙ্গনের কর্মশালা ভিত্তিক প্রযোজনায় এই নাটকটিতে অভিয়ন করেছেন শাকিল, নাঈম, সঞ্জয়, রাহি, উপমা, নিধি, বৃষ্টি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।