শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় বাড়ী ফেরার পথে মুহাম্মদ নুরুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চাম্বল উচ্চ বিদ্যালয় সড়ক সংলগ্ন এলাকায়।
নিহত নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র বলে জানা যায় নুরুল ইসলাম একজন পাইকারী ও খুচরা মুরগি ও ডিম ব্যবসায়ী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চাম্বল বাজার থেকে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার পথে চাম্বল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পূর্ব থেকে উৎপেতে থাকা ছিন্তাইকারীরা তাকে গতিরোধ করে অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে তাকে বুকের মাঝে ছুরিকাঘাত করে হাতে থাকা নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা লাখ টাকা ছিন্তাাই করে নেয় ছুরিকাঘাত কারার পর তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায় পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে'।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ সফিউল কবীর জানান, 'প্রতিদিনকার মতো ব্যবসায় কাজ সম্পন্ন করে নুরুল ইসলাম বাড়ী ফেরার পথে ছিন্তাইকারীরা তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ ঘটনায় জড়িতদের বিরোদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি'। ক্যাপশনঃ ছিন্তাইকারীর ছুরিকাঘাতে নিহত ব্যবাসী মু. নুরুল ইসলাম ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।