সেবা ডেস্ক: বাংলাদেশে রাজধানী ঢাকায় সফররত শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে ছয়টি সমঝোতা স্মারক সই হয়েছে। এরমধ্যে তিন নতুন সমঝোতা স্মারক ও তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার সময় টাইগার গেটে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শুরু আগে দুই দেশের প্রধানমন্ত্রী কিছু সময় আলাপচারিতা করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে দুইদিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।