জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভূক্ত করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমাবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ জামালপুর জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. মাহবুব আলম চৌধুরী জীবন।
লিখিত বক্তব্যে দাবী করেন, ২১ বছর ধরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আওয়ামী লীগের সাথে সকল আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে অংশ নিয়ে আসছে।
এসব আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের অনেক নেতা-কর্মী বিএনপি-জামাত সরকারের আমলে নানাভাবে অত্যাচার, নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছে। আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে অংশ নিলেও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আজও মেলেনি।
তাই আওয়ামী লীগের দু:স্বময়ে রাজপথে থাকা বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভূক্তির জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মো. শফিক দৌলা চিশতী, সাধারণ সম্পাদক শাহ আল মামুন, দপ্তর সম্পাদক মফিজুল ইসলাম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।