লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ত্রান শাখার আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট সহযোগীতায় বিআরডিবি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।
সভায় নারী ও শিশুদের দূর্যোগে ঝুঁকিহ্রাস আইনগত ভিত্তি,প্রতিবন্ধি ও প্রতিবন্ধি ব্যক্তিদ্রে অধিকারসহ দূর্যোগ,আপদ বিপদাপন্ন,ঝুঁকি,সক্ষমতা প্রশমন, প্রতিরোধ , দূর্যোগে ঝুঁকিহ্রাস বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
এতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যন্য সদস্যবৃন্দ এতে অংশ নেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।