মোজাহিদুল ইসলাম বাবু: জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী বাজারের দুটি কীটনাশক ও সার দোকানদারকে ৬০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
জানা যায়, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ও কীটনাশক দোকানদার ধন মিয়াকে তার দোকানে অবৈধ্যভাবে সার মজুদ করে রাখার দায়ে ৪৫ হাজার টাকা জরিমান ও মজুদকৃত সার জব্দ করা হয়। অপরদিকে একই বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী মোশারফ মিয়াকে মেয়াদউত্তীর্ন কীটনাশক রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান, অবৈধ্যভাবে সার মজুদ ও মেয়াদউত্তীর্ন কীটনাশক রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে তাদের এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান পরিচালনাকালে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুক হক বাবু, বকশীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।