গাইবান্ধা গণহত্যা দিবস পালিত

S M Ashraful Azom
0
গাইবান্ধা গণহত্যা দিবস পালিত


আশরাফুল ইসলাম গাইবান্ধা: যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণ হত্যা দিবস উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা শিল্পকলা একাডেমিক মিলনায়তনে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মতবুলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করা হয়। সরকারি প্রতিষ্ঠান গুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে জেলার পলাশবাড়ীতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা  দিবস উদ্যাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ শহীদ  স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । 

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যদায় পালনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, জাতীয়  শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ,ছাত্রলীগ সভাপতি মিকাত হাসান মিল্লাত,মৎস্যজীবীলীগ সভাপতি রাসেল তালুকদার প্রমুখ। 

অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসের ইন্সেক্টাটর সোহেল মিয়া প্রমুখ।  এসময় পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,ভিপি রফিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন তিথি ,উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজার রহমান রাজা । 

এছাড়াও জেলার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ,সাঘাটা,ফুলছড়ি.সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top