কালিয়াকৈর প্রতিনিধি: কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা সম্পর্কিত আলোচনা, আবৃত্তি, গান ও নৃত্যের তালে তালে মুখরিত ছিল উক্ত অডিটোরিয়াম। আয়োজনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
সিনিয়র শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে ও মোঃ ফয়জুর রহমানের সঞ্চালনায় অন্যান্য জনের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল জি বারেক তারেক, শওকত উজ্জামান, সিকদার সোহেল রানা, জাকির হোসেন, সাজিয়া আফরিন, রাসেল আহমেদ খান, মোঃ রুবেল হোসেন, জয়া রায় প্রমূখ।
এছাড়াও প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শাখার শিক্ষার্থীগণ স্বাধীনতার তাৎপর্য সম্পর্কে আলোচনা করে।
উল্লেখ্য যে, এবারের ২৬শে মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সরকার নানা আয়োজনের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেন। সেইসাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও দিবসটি উদযাপন করে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।