লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপনে উপজেলা ক্রীড়া সংস্থা ও ইসলামপুর থানা যৌথ আয়োজনে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে থানা মাঠে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। উপজেলার চারটি দল অংশ গ্রহন করে। এতে বালক দল গাইবান্ধা ইউনিয়ন টাইগার একাদশ গোয়ালের চর লায়ন একাদশকে পরাজিত করে।
বালিকা দল ইসলামপুর পৌরসভা দল উপজেলা পরিষদ দলকে পরাজিত করে বিজয়ী হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল।
বিশেষ অতিথি পৌর মেয়র আঃ কাদের শেখ,সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান,মূর্শেদূল হক খান মাসুম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী,জেলা পরিষদ সদস্য ওয়ারেছ আলী,ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।