নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বগুড়ায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।
সোমবার (১ মার্চ) পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানো হয়। পরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় নিহত বগুড়া জেলার বাসিন্দা প্রয়াত পুলিশের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে আলোচনা সভায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার তুলে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, পিবিআই পুলিশ সুপার আকরামুল হোসেন ও ট্রেনিং ইন-সার্ভিসের পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ), রফিকুল আলম (ইন-সার্ভিস), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল) সহ জেলা পুলিশের কর্তারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।