ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ' ২০২১-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ মার্চ'২১) সকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ উপ-কমিটির আহবায়ক মোঃ নুরুন্নবী বুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, নির্বাহি সদস্যদের গিয়াস খাঁন, খন্দকার ওয়াহিদুন্নবী সাগর, উপ-কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ সহ অনেকে।
উদ্বোধনী ম্যাচে সবুজ সংঘ বনাম সিডডআরএস অংশগ্রহন করেন। ১২টি টিম নিয়ে তৃতীয় বিভাগ লীগ পরচালিত হচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।