উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জায়ামাতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বহুল আলোচিত ২১ মামালার আসামী মোঃ শাহজাহান আলী (৫৫) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের মৃত ইমান আলীর ছেলে শাহজাহান আলী।
পুলিশ উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে। তিনি পাশ্ববর্তী উপজেলা কামারখন্দের একটি বেসরকারি কলেজে শিক্ষকতার চাকুরি করেন। একাধিক মামলার আসামি হয়ে পলাতক ছিলেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস পিপিএম জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধ মুলক ২১টি মামলা রয়েছে থানায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।