মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : টঙ্গীতে সানাউল্লাহ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসে সাময়িক বিপর্যস্ত অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গত কাল (১২) মে বুধবার সকালে আউচ পাড়া ম্যামদী মোল্লা স্কুল মাঠে প্রায় ২০০০ হাজার লোকের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাউল,চিনি, সেমাই।
এ সময় প্রধান উপস্থিত ছিলেন, সানাউল্লাহ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো নাসির উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পশ্চিম থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মো মামুনুর রশীদ (মামুন)মোল্লা।
এ সময় কাউন্সিল নাসির উদ্দিন মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে সানাউল্লাহ মোল্লা ফাউন্ডেশনের সহযোগিতায় আমার ৫৪ নং ওয়ার্ডে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।
সেচ্ছাসেবক লীগ নেতা মামুন মোল্লা বলেন,আমরা সব সময় অসহায় মানুষের পাশ্বে ছিলাম এবং করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে মোল্লা পরিবার এলাকার মানুষের মাঝে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।