কাজিপুর প্রতিনিধি: সাহিত্য, শিল্প, সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশের মানবিক কাজে এগিয়ে এসেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার একশ দুস্থ শিল্পী ও শিল্পের অনুরাগী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখা। জোটের কর্মিগণ প্রতিটি প্যাকেটে লাচ্চা, সেমাই, চিনি, চাল, লবন, তেল ও একটি করে সাবান নিয়ে শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।
মুঠোফোনে শুভ কামনা জানিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন জোটের কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য , বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম।
এরপর কাজিপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আবদুল জলিল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের নির্দেশনায় উপহারের প্যাকেট বিতরণ শুরু হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।