উল্লাপাড়া প্রতিনিধি: পবিত্র-ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের দুস্থ্ ও অসহায়দের মাঝে প্রায় ১ হাজার শাড়ী ও লুঙ্গী বিতরণ করলেন সলপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
সোমবার সোনতলা ক্লাবের সামনে প্রায় ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী এবং লুঙ্গী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, বিশিষ্ট সমাজ সেবক সাবেক মেম্বার জিল্লুর রহমান, আজম খাঁন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।