কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে ঘিরে গড়ে উঠেছে ফুটপাত বাজার। ঈদকে ঘিরে ফুটপাতে চলছে রমরমা ঈদের কেনাকাটা। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেসব দোকানগুলোতে।
উপজেলার সফিপুর বাজার, মৌচাক, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, বাড়ইপাড়া ও কালিয়াকৈর বাজারের বিভিন্ন ফুটপাতে বসা দোকানগুলোর চিত্র অন্যরকম লক্ষ্য করা যায়। করোনার এই সার্বিক পরিস্থিতিতে মানুষের নূন্যতম ভয় আছে বলে মনে হচ্ছে না। অনেকেই মাস্ক ছাড়াই এসেছেন কেনাকাটা করতে। লোকের প্রচণ্ড ভিড়ে ভাইরাসের সংক্রমণ বাড়ারও আশংকা করছেন এলাকার সচেতন মহল।
সফিপুর ফ্লাইওভার ব্রিজের নিচে অবস্থিত এক দোকানীর সাথে কথা হলে তিনি জানান, উপজেলার মধ্যে সফিপুর বাজার একটি ঘনবসতি এলাকা হওয়ায় এই দোকানগুলোতে সবসময় ভিড় থাকে। ঈদকে সামনে রেখে ভিড় অনেক বেড়ে গেছে। এদিকে সুমন নামের এক ক্রেতাকে মাস্ক না পড়ে আসার কারন জানতে চাইলে তিনি বলেন, বাজারে অনেক ভিড় হওয়ায় মাস্ক পড়লে অনেক গরম লাগে তাই মাস্ক ছাড়াই চলে এসেছি। ফুটপাতে কেনাকাটা করতে আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, করোনার পরিস্থিতিতে আয় রোজগার অনেক কম হওয়ায় এখানে এসেছি।
ফুটপাতের দোকানগুলোতে ক্রেতার ভিড় থাকায় জিনিসের দাম অনেক বেশি নিচ্ছেন বলেও জানান অনেক ক্রেতা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।