কাজিপুর প্রতিনিধি: সরকারী সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কিন্তু রাতের আঁধারে উত্তরবঙ্গের কুড়িগ্রাম, নিলফামারী, গাইবান্ধা, নওগা, রংপুর , দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে দূরপাল্লার যানবাহন।
গত দিনদিন যাবৎ রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসগুলো বাইপাস রোড দিয়ে কাজিপুরে প্রবেশ করেছে।
এদিকে কাজিপুর থানা পুলিশ ওই বাসগুলোকে আটকে দিয়ে উত্তরবঙ্গের দিকে ফেরৎ পাঠাচ্ছে। কিন্তু গত দিনদিন যাবৎ কাজিপুরের প্রৃবেশ দ্বার সোনামুখীতে প্রায় অর্ধশত বাস অবস্থান করছে।
তারা যেকোন মূল্যে রাজধানী ঢাকায় যেতে চায়। শিউলী পরিবহনের সুপারভাইজার রশিদ মিয়া জানান, ‘ আমাদের যেতে না দিলে এখানেই ঈদ করবো। বাড়িতে খালি হাতে গিয়ে স্ত্রী সন্তানদের কষ্ট দেখতে পারবো না।’
এদিকে আটকে দেয়া বাসগুলোতে বেশ কয়েকজন করে যাত্রী ছিলো। তারাও পড়েছে চরম বেকায়দায়। দুই বছর বয়সী সন্তান কোলে নিয়ে মাঠের মধ্যে বসে আছেন এক মা। তিনি জানান, এখন বাড়ি যাবো তাও পারছি না। ঢাকার দিকেও গাড়ি যেতে দিচ্ছে না। কি করবো এই ছোট বাচ্চা নিয়ে। এমনি করে বেশ কয়েকজন চালক ও সুপারভাইজারও তাদের ক্ষোভ প্রকাশ করেন।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, ‘সরকারী নির্দেশনা মোতাবেক দূর পাল্লার কোন গাড়িই যেতে দেয়া হবে না। যদি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তবে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।