কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল নাটুয়ারপাড়ায় ব্যক্তি উদ্যোগে ১ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ্ব ইসাহাক সরকার কন্ট্রাক্টর ও তার পুত্র ঠিকাদার পারভেজ সরকার ও পরান সরকারের নিজস্ব অর্থায়নে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ মে) সকাল দশটায় নাটুয়াপাড়ায় ইসাহাক সরকারের নিজস্ব বাড়িতে ভার্চুয়ালী এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় উপস্থিত থেকে ঈদ সামগ্রি বিতরণ করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, আলহাজ্ব ইসাহাক সরকার কন্ট্রাক্টর, ব্যবসায়ি পারভেজ সরকার ও পরান সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাটুয়াপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি সহ আ.লীগের স্থানীয় নেতাকর্মী। উপহার সামগ্রির মধ্যে ছিল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লাচ্ছা, ১ প্যাকেট দুধ ও নগদ ৫শ করে টাকা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।