উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জর উল্লাপাড়ায় বিভিন্ন অবদানের স্বীকৃতিতে পদক প্রাপ্তির শীর্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। তিনি উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদে পাঁচ বছর পুর্বে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সফলতার সহিত শিক্ষা, সংস্কৃতি ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে নেতৃত্বদান, বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ, যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সরকারের প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২৬ টি সম্মাননা স্মারক পদক অর্জন করেন। এছাড়াও ভারতের একটি সংগঠন থেকে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় "মহাত্মা গান্ধী স্বর্ণপদক" অর্জন করেন তিনি। তিনি উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন সময়ে মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্মারক পদক লাভ করেছেন। বাংলাদেশ মানবাধিকার থেকে গনস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড পদক পেয়েছেন এই চেয়ারম্যান। যুব সমাজ গঠনে ক্রীড়া ক্ষেত্রে অনন্য অবদান রাখায় একাধিক পদক দেওয়া হয়েছে তাকে।
উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত ও দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার উন্নয়ন এবং ক্রীড়া, শিক্ষা সহ নানা ধরনের সমাজসেবা মূলক কাজের স্বীকৃতি স্বরুপ সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে এসব পদক প্রদান করা হয়েছে। এসব পদক পাওয়ায় তার কাজের উৎসাহ ও উদ্দীপনা আরো বহুগুনে বৃদ্ধি পেয়েছে বলে তিনি তার অভিমত প্রকাশ করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।