শফিকুল ইসলাম: চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে করোনার সময়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনার চত্বর থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, আটা, তেল ও মাস্ক।
অনাহারে অর্ধহারে জীবন যাপন করা সামান্য কিছু পন্তা ভাত খেয়ে ত্রাণ নিতে এসেছিলেন চান্দারচর গ্রামের আশরাফুল ইসলাম (৫৫)। দীর্ঘ কয়েক বছর আগেই তিনি কর্মহীন হয়ে পড়েন। খুবই কষ্টে দিন কাটছে তার। কালের কণ্ঠ শুভসংঘের ত্রাণ পেয়ে খুবই খুশি হয়েছেন তিনি।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, শুভসংঘের উপদেষ্টা সাঈদ কাকন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি কুদ্দুস বিশ্বাস, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সোহেল রানা স্বপ্ন, শুভসংঘের রৌমারী শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল, শুভসংঘের সকল সদস্য ও সাংবাদিকবৃন্দ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।