বাঁশখালীতে ৪০ ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার বুঝিয়ে পেল

S M Ashraful Azom
0
বাঁশখালীতে ৪০ ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার বুঝিয়ে পেল



শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে দ্বিতীয় পর্যায়ে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ঘর বুঝে পেল।

রোববার (২০ জুন) সকাল ১১ টায় ভার্চুয়ালী প্রোগ্রামের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এসব ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারগুলোকে  হস্তান্তর করেছেন ।

এ উপলক্ষে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম'পি।  

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  (ওসি) সফিউল কবীর, উপজেলা প্রকৌশলী অাশরাফুল ইসলাম ভূইঁয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালম মিয়াজি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, পুকুরিয়া চেয়ারম্যান আসহাব উদ্দিন, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান  মো. বদরুদ্দীন, চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য, এর পূর্বে প্রথম পর্যায়ে বাঁশখালীতে প্রধানমন্ত্রী ২৫টি ঘর প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ে আজ ৪০টি পরিবার মিলে মোট ৬৫টি অসহায় পরিবারকে ঘর ও জমি বুঝিয়ে দিয়েছেন। প্রতি ১০ ঘরের জন্য ১টি নলকূপ। প্রতি পরিবারকে ২শতাংশ জমির মালিকানার নামজারিও বুঝিয়ে দেওয়া হয়েছে। বাঁশখালীতে মোট ৬০৫ টি গৃহহীন পরিবার যাছাই-বাছাই করা হয়েছে। পরবর্তীতে বাকী ঘরগুলোও ধাপে ধাপে প্রদান করা হবে। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top