সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাধীন ও মুক্ত চেতনার কতিপয় ব্যক্তি ও লালন প্রেমিকদের নিয়ে "চেতনায় লালন" এই স্লোগানকে সামনে রেখে "সিরাজগঞ্জে লালন সংসদ" নামে একটি লালন চেতনা ও গবেষণা মুলক সংগঠনের আত্মপ্রকাশ করলো।
মঙ্গলবার সন্ধ্যায় মোক্তারপাড়ার মা ম্যানশন, প্রসূন থিয়েটারের পুরাতন কার্যালয় হল রুমে ১৭ সদস্য বিশিষ্ট লালন সংসদের একটি কমিটি গঠণ করা হয়। নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত হন- তরুণ ব্যক্তিত্ব এ্যাডঃ মাহবুব-এ-খোদা (টুটুল)।
কার্যকরী কমিটির মনোনিত সদস্যরা হলেন- সভাপতি - মোঃ তারিকুল ইসলাম (তারা), সহ-সভাপতিঃ আনান বাউল, সাধারণ সম্পাদকঃ আহমেদ শাকিল, সহঃ সাধারণ সম্পাদকঃ নজরুল বারী, সাংগঠনিক সম্পাদকঃ মামুন বৈদেশি, সাংস্কৃতিক সম্পাদকঃ সুজন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ রাজু আহমেদ সাহান, তথ্য ও গবেষণা সম্পাদকঃ মহী উদ্দিন সুজন, অর্থ সম্পাদকঃ সুদেব অধিকারী, দপ্তর সম্পাদকঃ পরশ তালুকদার, নির্বাহী সদস্যঃ মঞ্জুর শাহীন, হান্নান সরকার, ফকির হযরত শাহ, নজরুল ইসলাম (হৃদয়), শেখ আলম হোসেন. আল আমিন সরকার কিরণ ও লালন আশা।
নবগঠিত কমিটি আগামী দিনে লালন প্রেমিকদের সংঘবদ্ধ করে মানবিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।