উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় গত ২৪ ঘন্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ মোট ৮ জন আবারো নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন, উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৩ জন নার্স। এছাড়াও উপজেলার ঘিয়ালা গ্রামের ১ জন, বেতকান্দি গ্রামের ১ জন, সায়বাড়িয়া গ্রামের ১ জন, হাটদেলুয়া গ্রামের ১ জন ও ঝিকিড়া মহল্লার ১ জন।
এ ব্যাপারে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফিরোজ হোসেন জানান, তার হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মীর করোনা উপসর্গ দেখা দিলে গত সোমবার তারা নমুনা পরীক্ষার জন্য দেন। নমুনা পরীক্ষায় তারা করোনা পজেটিভ হন। সঙ্গে সঙ্গে এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় উল্লাপাড়ায় ৮ জন করোনায়া আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।