ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে চুরিকৃত মালামালসহ এজাহার ভুক্ত আসামী তারিকুল ইসলাম (১৮) কে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার ভূক্ত আসামী তারিকুল ইসলাম (১৮) কে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
এসময় তার কাছ থেকে নগদ ৮৯ হাজার ৭০০ টাকা, ভারতীয় ৩৩,৮২০ রুপী, শ্রীলঙ্কার ১৮০ রুপী, ১০০ আমেরিকান ডলার ও স্বর্ণ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা ও স্বর্নসহ আসামী তারিকুল ইসলামকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।