বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে থেকে উপজেলা পরিষদ চত্বর পযন্ত রাস্তার আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের স্থানীয় রাজস্ব তহবিলের অথায়নে এবং এলজিইডির তত্ত¡াবধানে বুধবার বেলা ১১ টায় ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু প্রমুুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের স্থানীয় রাজস্ব তহবিলের আওতায় ৬ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।