উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ইউনিয়নের কৃষকগঞ্জ বাজারে পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামিলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় কৃষকগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কর্তন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সলপ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার মশিউর রহমান, ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।