বাঁশখালী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বাঁশখালী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত




শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে চলমান লকডাউন ও কোভিড-১৯ ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে গঠিত করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার (৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

সভায় করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় তারা বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণের শুরু হতে এ পর্যন্ত টেস্ট হয়েছে ১০ হাজার ৫৬৬ জন, পজিটিভ হয়েছেন ৪৮৭ জন, সুস্থ হয়েছেন ৪৭৬ জন। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন ১ জন। বাঁশখালীতে সংক্রমণের হার ৪.৬%। বর্তমানে আক্রান্ত আছেন ১১ জন, যারা হোম আইসোলেশনে থেকে টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নিচ্ছেন।'

এ সময় তারা আরো বলেন, সংক্রমণের হার পৌরসভা, গন্ডামারা ও বৈলছড়ীতে ত‚লনাম‚লক বেশি। কোভিড-১৯ এ আক্রান্ত রোগিদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৫ টি বেড প্রস্তুত রাখা হয়েছে যার ১১টি পুরুষ ও ৪ টি মহিলা রোগির জন্য সংরক্ষিত।অক্সিজেন সিলিন্ডার ৩০ টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৬টি মজুদ আছে। কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি পিসিআর টেস্টের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টের সুবিধা আছে যার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ মাজহারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজিসহ প্রম‚খ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
  

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top