ইসলামপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর তৎপরতা: মামলা ও জরিমানা আদায়

S M Ashraful Azom
0
ইসলামপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর তৎপরতা মামলা ও জরিমানা আদায়



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসন প্রথম থেকেই কঠোর অবস্থানে রয়েছে । উপজেলা প্রশাসন,সেনা বাহিনী ও থানা পুলিশের ব্যাপক তৎপরতায় হাট-বাজার সহ আঞ্চলিক সড়কে যানবাহনের চলাচল নেই বললেই চলে। বিভিন্ন রাস্তায় ও হাটবাজার এলাকায় জনসমাগম ও কমে গেছে। 
চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বিভিন্ন মামলায় ৫১ শত টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস. এম. মাজহারুল ইসলাম।
ইউএনও'র কার্যালয় সূত্রে জানা যায়, সর্বাতœক কঠোর লকডাউনের ৩য় দিনে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহর ছাড়াও উপজেলার জারুলতলা বাজার, ৪নং চর বাজার, আনন্দ বাজার, পচাবহলা ও অন্যান্য স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৮ টি মামলায় বিভিন্ন জনের কাছে ৫ হাজর ১ শত টাকা জরিমানা করা হয়।
লকডাউন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, পুলিশের ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া, ওসি মো. মাজেদুর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেনসহ  সেনাবাহিনীর সদস্যগণ সাথে থেকে সার্বিক সহায়তা প্রদাণ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, 'করোনার ভাইরাস সংক্রমণে এলাকাবাসিকে সর্তক করতে করোনা আক্রান্ত দুই নারীর বাড়িতে লাল নিশানা টানিয়ে দেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে কাজ করে যাচ্ছি।
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top