কাজিপুর প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কাজিপুর উপজেলা শাখার বর্তমান সভাপতি ও গান্ধাইল ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি তোজাম্মেল হক তালুকদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে....রাজিঊন)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম দুবলাই গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার গান্ধাইল বাজারে আলাপচারিতার এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে ডাক্তারের কাছে নিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানান ডাক্তার।
তোজাম্মেল হক তালুকদার সিরাজগঞ্জ জেলা পাট চাষি সমিতির সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা পাট চাষি সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।