কাজিপুরপ্রতিনিধি: লজ্জা না পেয়ে শুধু একটি ফোন করুন খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ। এমন আহবান জানিয়ে প্রচারণা চালিয়েছেন কাজিপুর উপজেলা যুবলীগ নেতা ও সোনামুখী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রানা আহমেদ। এবারের লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রবিবার( ৪ জুলাই) তিনি সাংবাদিকদের জানান, প্রায় দেড় বছর হয়ে চললো করোনার কারণে মানুষ ঘরে-বাইরে বিপর্যস্ত। যতই দিন যাচ্ছে একের পর এক মানুষ তার স্বাভাবিক কর্মের পরিবেশ নানা কারণে হারিয়ে ফেলছে। ফলে এক সমরে কর্মের হাত এখন সংকুচিত হতে হতে মানবিক বিপর্যয়ের দিকে চলে গেছে। তাই পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। রানা আরও জানান, আমি আমার সোনামুখী ইউনিয়নবাসীকে বলবো, লজ্জা না পেয়ে শুধু একটি ফোন করবেন, ইনশাল্লাহ খাবার পৌঁছে দেয়া হবে নাম পরিচয় গোপন রেখে। এসময় তিনি ০১৭১৬২৭১৫৬৮ নম্বরে ফোন করার জন্য অন্নহীন পরিবারের প্রতি আবহান জানিয়েছেন।
রানা জানান, মানুষের এই ক্রান্তিকালে জননেত্রী শেখ হাসিনা দক্ষ হাতে দেশ চালাচ্ছেন। আমরা তার কর্মি। তাই নেত্রীর আহবানে সাড়া দিয়ে এবং কাজিপুরের এমপি তানভীর শাকিল জয় এর পরামর্শ অনুযায়ী এই খাবার সহায়তা দেয়া হচ্ছে। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনেন চলার আহবান জানান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।