উল্লাপাড়া প্রতিনিধি: রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু ও মুক্তিযোদ্ধা সহ ১৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিরা হলেন-উল্লাপাড়া পৌর এলাকার উল্লাপাড়া গ্রামের শিশু জারিফ (২), আইরিন(২৯), এম ডি শরিফুল (৩৩), কাওয়াক গ্রামের মোঃ হাফিজুর রহমান(৫৮), শ্রীকোলা গ্রামের আসাদুল হক (২৮), ঘোষগাঁতী ( কামারপাড়া) গ্রামের প্রদীপ কুমার (৫৫), শ্যামলী পাড়া মহল্লার কৃজ্ঞা (৩৬), মাহবুবুল আলম (৩৭), ঝিকিড়া মহল্লার আঞ্জুমনোয়ারা (৪৮), উপজেলার বড়হর গ্রামের আঞ্জুমানোয়ারা(৫৩) ও বীর মুক্তিযোদ্ধা সুজাবত আলী(৬৫), উপজেলার পূর্ণিমাগাঁতী হারুন - অর-রশিদ (২৬), মাটিকোড়া গ্রামের মাহবুবুর (৩৬), চর কোয়ালিবেড় গ্রামের শাকিল (২৯)।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা এবং কোভিড-১৯ ফোকাল পারসন ডাঃ মোঃ আলামিন হোসেন জানান, গত ২৪ ঘন্টায় উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যানটিজেন টেস্টে(জঅঞ) ৭ জন ও সিরাজগঞ্জের পিসিআর ল্যাবের রির্পোটে ৭ জন মোট ১৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রয়েছেন বলে হাসপাতালের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ আলামিন জানান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।