রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মোজাফফর রহমান উপজেলার শিয়ালী গ্রামের বাসিন্দা। বগুড়ার একটি ক্লিনিকে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, বীরমুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, আজমল হোসেন, আব্দুর রশিদ ও মুক্তিযোদ্ধার সন্তান কলাম লেখক রেজাউল হক মিন্টু।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।